আপনার জিজ্ঞাসা
‘ইচ্ছাপূরণের নামাজ’ কি যতবার খুশি পড়া যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৬৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, ‘ইচ্ছাপূরণের নামাজ’ কি যতবার খুশি পড়া যায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ইচ্ছাপূরণের নামাজ কি যতবার খুশি পড়া যায়?
উত্তর : ইচ্ছাপূরণের নামাজ বলতে আপনি নিজে একটি নামাজ আবিষ্কার করেছেন। ইচ্ছাপূরণের নামাজ বলতে কিছু নেই। এটি হলো সালাতুল হাজত। এটাকে হয়তো বুঝিয়েছেন আপনি। সালাতুল হাজত দুই রাকাত করে পড়তে হয়। এটিকে কেউ নফল সালাত বলেন। কেউ কেউ সালাতুল হাজত বলেন। তবে, এটি পড়লেই যে ইচ্ছাপূরণ হবে, সেটা কিন্তু নয়। এটা হলো, প্রয়োজন পূরণের জন্য দুই রাকাত সালাত পড়ে দোয়া করার জন্য বলা হয়েছে। এটা দোয়া করার একটা উদ্দেশ্য। যদি কোনো বান্দার প্রয়োজন দেখা দেয়, তিনি এ নফল সালাত পড়বেন ও আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার প্রক্রিয়া এটি।