আপনার জিজ্ঞাসা
আসরের নামাজ সাড়ে ৩টায় পড়লে হবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৫২তম পর্বে সব সময় আসরের নামাজ সাড়ে ৩টায় পড়লে হবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : আসরের নামাজ শীত বা গরমকাল যখনই হোক সাড়ে ৩টায় পড়লে হবে কি?
উত্তর : না, এটা হবে না। এখন ওয়াক্ত জানার জন্য অনেক ধরনের ডিভাইস রয়েছে, আমরা ইচ্ছে করলেই সেখান থেকে জেনে নিতে পারি। গরমকালে কখনো কখনো সাড়ে ৩টায় হয় না। সুতরাং সাড়ে ৩টায় ওয়াক্ত নির্ধারণ করা ঠিক নয়। শীতকালে সাড়ে ৩টায় হতে পারে। সালাতের সময় নির্ধারণের ক্ষেত্রে সুন্নাহর একটি সম্পর্ক রয়েছে। গরম ও শীতকালের সালাত আদায়ের ক্ষেত্রে সময়ের পরিবর্তন হতো। সুতরাং এখানে ব্যতিক্রম আছে, সব সময় সাড়ে ৩টায় পড়বেন এটা ঠিক হবে না।