আল্লাহর নামে মিথ্যা কসম করলে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭০৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে মোহাম্মদ জানতে চেয়েছেন, আল্লাহর নামে মিথ্যা কসম করলে কী করণীয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমি একদিন খুব বিপদে পড়ে আল্লাহর নামে মিথ্যা কসম করেছি, এখন আমার কী করণীয়? আমার কি কাফফারা দিতে হবে? জানালে উপকার হতো।
উওর : আল্লাহর নামে মিথ্যা কসম করেছেন, এর জন্য আল্লাহর কাছে তওবা করবেন। ক্ষমা চাইবেন। এর জন্য কাফফরা দিতে হবে না। তবে, এটি খুব ভয়ংকর গুনাহর কাজ। এটা কবিরা গুনাহ। রাসুল (সা.) বলেছেন, সাতটি বিষয় রয়েছে যেগুলো মানুষের ঈমান-আমল সব নষ্ট করে। যার মধ্যে একটি হলো মিথ্যা ব্যাপারে আল্লাহর নামে কসম করা। একটা ভয়ংকর অপরাধ আপনি করে ফেলেছেন। তাই এর জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। বেশি বেশি কান্নাকাটি করুন। তওবা করুন। আল্লাহ ক্ষমাশীল। তাঁর কাছে ক্ষমা চাইলেই হবে আপনার।