আপনার জিজ্ঞাসা
আল্লাহকে নিয়ে ইচ্ছাকৃতভাবে খারাপ চিন্তা এলে কি গুনাহ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৪৫তম পর্বে আল্লাহকে নিয়ে ইচ্ছাকৃতভাবে খারাপ চিন্তা এলে গুনাহ হবে কি না, সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : আমার মনে অনেক খারাপ চিন্তা আসে এবং এগুলো ইচ্ছাকৃতভাবে আসে। আমি জানি, অনিচ্ছাকৃতভাবে খারাপ চিন্তা এলে পাপ হবে না; কিন্তু ইসলাম ও আল্লাহকে নিয়ে ইচ্ছাকৃতভাবে খারাপ চিন্তা এলে কি গুনাহ হবে? এর জন্য কী করব?
উত্তর : এর জন্য গুনাহ হবে না। আর এর জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। যে দোয়া রাসুল (সা.) শিক্ষা দিয়েছেন, সেগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। যদি এই ধরনের চিন্তা অন্তরে এসে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তওবা করবেন। এর পরেও যদি এই ধরনের চিন্তা আসে, তাহলে অজু করে দুই রাকাত সালাত আদায় করবেন।