আপনার জিজ্ঞাসা
আত্মহত্যা করলে তার জানাজায় যাওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৫৭তম পর্বে আত্মহত্যা করলে তার জানাজায় যাওয়া যাবে কি না, সে বিষয়ে নেত্রকোনা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মোহাম্মদ শাহিন মিঞা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : আমার এক মুসলমান প্রতিবেশী বিষ খেয়ে মারা গেছেন। এখন মুসলমান হিসেবে আমরা কি তাঁর জানাজায় অংশগ্রহণ করব?
উত্তর : আত্মহত্যা করা ইসলামী শরিয়তের মধ্যে জঘন্য অপরাধের মধ্যে একটি। রাসুল (সা.) বলেছেন, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, তাহলে যে পদ্ধতিতে আত্মহত্যা করেছে, তাকে কেয়ামতের ময়দানে একই পদ্ধতিতে শাস্তি দেওয়া হবে। নিরাশ হয়ে কোনো মুসলিম আত্মহত্যা করতে পারেন না। কারণ, আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু কাফেররা হতে পারে। কোনো বিশ্বাসী ব্যক্তি, যার আল্লাহর প্রতি ভরসা থাকবে, সে কখনো নিরাশ হতে পারবে না। এ জন্য একজন মুসলিম কখনো আত্মহত্যা করতে পারেন না। যদি আত্মহত্যা করেন, সেক্ষেত্রে তিনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। এই ব্যক্তির জন্য আমরা দোয়া করতে পারব, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারব। যেহেতু তিনি পাপ কাজ করে দুনিয়া থেকে গেছেন। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতেও পারেন।
সাধারণ মানুষ অবশ্যই তার জানাজায় শামিল হবে। অনেকে মনে করেন তার জানাজা পড়া যাবে না। তিনি তো মুসলিম, তাই অবশ্যই তার জানাজা পড়তে হবে। তবে সমাজের গণ্যমান্য ব্যক্তি যেমন ইমাম সাহেব তার জানাজায় যাবেন না, শুধু অন্য সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা যদি আত্মহত্যার পথ বেছে নাও, তাহলে তোমাদের এই পরিণতি হবে।