জুলাই অভ্যুত্থান: নির্দয় হুকুমের বিপরীতে নির্ভীক ছাত্রজনতা

সেদিনগুলোতে বাংলাদেশের আকাশে আলো ছিলো। তবে, সে আলো যেন কোথাও আগুন, কোথাও থমথমে মরুবালিকার লু হাওয়া! বহুতল ভবনে সেজে ওঠা গ্লাস অ্যান্ড লাইট হয়ে ফুটে থাকা রাজধানী ঢাকার বাতাস তখন ছিলো স্লোগানে-স্লোগানে উত্তাল। সেসব বলিষ্ঠ কণ্ঠস্বর রোধে নির্দয় হকুমে বুক-তাক করে ছোঁড়া বুলেট-বৃষ্টিতে ঝরেছিলো রক্ত। তবুও বহুদিনের ক্ষোভ জমে-জমে পরিণত হওয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দমেনি, আরও বেশি জ্বলে উঠে ঘটিয়েছিলো...