পয়লা বৈশাখ রং দেয়, উজ্জ্বলতা দেয় এবং স্বপ্ন দেখায়

পয়লা বৈশাখটা কিন্তু প্রকৃতিরই একটা চক্র। ঋতু চক্রের আবর্তনে দিনটা আসে। আমরা প্রকৃতি ভুলে যাই এবং গিয়েছিও আমরা। প্রকৃতি নিধনে আমরা ব্যস্ত। এবার পয়লা বৈশাখে আমার প্রত্যাশা, প্রকৃতি সমন্ধে মানুষের ভেতরে যেন একটু সচেতনতা আসে। এই প্রকৃতি হারিয়ে গেলে আমরা একেবারে অসহায় হয়ে পড়ব। এটা যেন মানুষ বুঝতে পারে।আমাদের দেশের রাজনীতি, সমাজনীতি কোনো কিছুই রঙের পক্ষে থাকে না। এই পয়লা বৈশাখটা যেন মানুষকে একটু রং...