হোটেল লা মেরিডিয়ানে বিভিন্ন পদে নিয়োগ

হোটেল লা মেরিডিয়ান বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চার ধরনের পদে বেশকিছু কর্মী নিয়োগ দেবে হোটেল সেবা প্রদানকারী এ প্রতিষ্ঠান। দেখে নিন পদগুলো সম্পর্কে বিস্তারিত :
স্পা থেরাপিস্ট
ন্যূনতম মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে কোর্স সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৪০ বছর বয়সী প্রার্থীরা। বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন ৭ জুলাই-২০১৬ তারিখ পর্যন্ত।
অ্যাকাউন্ট পেঅ্যাবল
স্নাতক পাস হলেই আবেদন করা যাবে এই পদে। পাশাপাশি আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর এবং কম্পিউটারে দক্ষ হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন ১০ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।
সিকিউরিটি অফিসার
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী বিএমএ প্রার্থী হলে, শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথিল করা যেতে পারে। পাশাপাশি প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর এবং দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। পদটিতে যে কোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। আবেদনের শেষ তারিখ ১০ জুন-২০১৬।
লন্ড্রি ম্যানেজার
লন্ড্রি ম্যানেজার পদে নিয়োগ পাবেন একজন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। এ ছাড়া থাকতে হবে কমপক্ষে পাঁচ বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। অনূর্ধ্ব ৪৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন ১০ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।
সব পদে আবেদন বিডিজবস ডটকমের মাধ্যমে করা যাবে।
সূত্র : বিডিজবস ডটকম