Beta

এইচএসসি পাসেই নিয়োগ দেবে জেন্টল পার্ক, বেতন ১২,০০০ টাকা

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬

চাকরি চাই ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেন্টল পার্ক। প্রতিষ্ঠানটিতে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

সেলস এক্সিকিউটিভ

পদসংখ্যা

সেলস এক্সিকিউটিভ পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুনরাও আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ২৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। প্রার্থীকে দেখতে সুন্দর এবং উচ্চতা অবশ্যই ৫ ফুট ৬ ইঞ্চি (পুরুষ) বা তার বেশি হতে হবে।

কর্মস্থল

রংপুর, ঢাকা, চট্টগ্রাম।

বেতন

পদটির জন্য বেতন ১০,০০০-১২,০০০ টাকা। এ ছাড়া দৈনিক টিফিন অ্যালাউন্স, দৈনিক ও মাসিক টার্গেট পূরণ বোনাস ও উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা সিভি পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়।

ঠিকানা : জেন্টাল পার্ক হেড অফিস, আহমেদ টাওয়ার (নবম তলা), ২৮-৩০, কামাল আতাতুর্ক এভিনিউ (নবম তলা), বনানী, ঢাকা-১২১৩।

আবেদনের সময়সীমা

আবেদন করার শেষ সময় ১৮ অক্টোবর, ২০১৯।

সূত্র : বিডিজবস

Advertisement