বরিশালে নিয়োগ দেবে অপসোনিন ফার্মা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অপসোনিন ফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ, কোয়ালিটি কন্ট্রোল পদে নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ, কোয়ালিটি কন্ট্রোল
যোগ্যতা
প্রার্থীর বিফার্ম/এমফার্ম/এমএসসি কেমিস্ট্রি /অ্যাপ্লাইড ক্যামিস্ট্রি/বায়ো ক্যামিস্ট্রি বিষয়ে পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। ফার্মাসিটিক্যাল কোম্পানিতে এক বা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিটের দক্ষতা থাকা প্রয়োজন। চাপের মধ্যে কাজ করা, উত্তম দলকর্মী হওয়া, উত্তম ব্যক্তিগত দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
বরিশাল
আবেদনের প্রক্রিয়া
আপডেট জীবনবৃত্তান্ত ও এক কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি বরাবর অ্যাসিস্টেন্ট ম্যানেজার এইচআর উল্লেখিত তারিখের মধ্যে প্রেরণ করুন খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। অপসোনিন ভবন ৩০, নতুন ইস্কাটন রোড, ঢাকা-১০০০, বাংলাদেশ।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস