Beta

বিভিন্ন জেলায় নারী-পুরুষ উভয়কে চাকরি দেবে অটোবি

১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৮

চাকরি চাই ডেস্ক

অটোবি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, বিষয়টি উল্লেখ করা হয়নি।

যোগ্যতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। করপোরেট মার্কেটিং, এফএমসিজি সেলস অ্যান্ড মার্কেটিং, কনজিউমার ডিউরেবলস-সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ২৫ থেকে ৩০ বছর। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হবে।

বেতন

আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ইডি, সিএস এবং এনবিআরের জন্য আবেদন করতে পারেন এইচআর ও অ্যাডমিনিস্ট্রেশন অটোবি লিমিটেড, অটোবি সেন্টার, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায়।

আবেদনের সময়সীমা

আগামী ৮ অক্টোবর, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement