চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচিত যাঁরা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ আজ বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয়, চলে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে গত সোমবার ১৯টি এবং গতকাল মঙ্গলবার আরও তিন উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে আজ ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ উপজেলায় এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই ধাপে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা :
যশোর
বাঘারপাড়া উপজেলায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল কবীর বিপুল ফারাজী (মোটরসাইকেল প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫১ হাজার ৬৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রণজিত রায়ের ছেলে রাজীব রায় (ঘোড়া প্রতীক)। তিনি পেয়েছেন ২০ হাজার ৭৭৯ ভোট।
অভয়নগর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সরদার অলিয়ার রহমান (মোটরসাইকেল প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন অধিকারী ব্যাচা (আনারস প্রতীক) পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট।
নীলফামারী
নীলফামারী সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবুজার রহমান। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫৩৯ ভোট। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জ্যোতির্ময় রায়। তিনি টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২৪ ভোট। নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সান্ত্বনা চক্রবর্তী। তিনি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪০ ভোট।
শরীয়তপুর
ডামুড্যা উপজেলায় আবদুর রশিদ গোলন্দাজ (ঘোড়া) ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন মাঝি পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট।
গোসাইরহাট উপজেলায় হেলিকপ্টার প্রতীকের মোশারফ হোসেন ২০ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মাসুদ আলম পেয়েছেন ১৪ হাজার ২৯৩ ভোট।
ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মো হারুনর অর রশিদ, ত্রিশালে আনোয়ার সাদাত এবং ঈশ্বরগঞ্জে বদরুল আলম প্রদীপ বেসরকারি ফলাফলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
চট্টগ্রাম
চন্দনাইশ উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যবসায়ী জসিম উদ্দীন (মোটরসাইকেল) বেসরকারি ফলাফলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আবু আহমদ চৌধুরী পেয়েছেন ২২ হাজার ৭৪ হাজার ভোট। ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুপম দেব উড়ো জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার ২১৯ ভোট। নারী ভাইস-চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হন খালেদা আকতার চৌধুরী।
নির্বাচনি প্রচারণা শেষের মাত্র একদিন আগে নির্বাচন কমিশনার আবু আহমদ চৌধুরীর মনোনয়নেত্র বাতিল করে দেন। একই দিন চট্টগ্রামের একটি আদালত ঋণখেলাপির দায়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
নেত্রকোনা
মোহনগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল এবং মদনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখায়রুল আলম খান চৌধুরী আজাদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার
টেকনাফ উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী জাফর আহমদ, উখিয়া উপজেলায় আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী এবং রামু উপজেলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টো বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তবে বৈরী হওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে নির্বাচনের সরঞ্জাম পৌঁছাতে না পারায় সেখানে নির্বাচনে স্থগিত করে নির্বচন কমিশন। কিন্তু সেন্টমার্টিনে যে ভোট রয়েছে তার চেয়ে বেশি ব্যবধানে এগিয়ে থাকায় জাফর আহমদকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।
রাজশাহী
মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে মো. আফজাল হোসেন বকুল আনারস প্রতীকে ৩১ হাজার ১১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত। ভাইস চেয়ারম্যান পদে মো. বিন বেল্লাহ টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ৩৫৫ ভোট নির্বাচিত। নারী ভাইস-চেয়ারম্যান পদে মোসা. হাবিবা বেগম পদ্মফুল প্রতীকে ৪২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত।
দিনাজপুরে দুই উপজেলায় নির্বাচিত যারা
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দর ও খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন-
দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার (মোটরসাইকেল)। তার প্রাপ্ত ভোট হল ৫৫,০৬৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম (আনারস)। তার প্রাপ্ত ভোট ভোট ১৮৩১৩। ভাইস চেয়ারম্যান পদে রিনা কুমারী রায় পারুল (তালা)। তার প্রাপ্ত ভোট ৪৭,৭১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুজ্জামান চঞ্চল (চশমা), তার প্রাপ্ত ভোট ২৭,৫০৯। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. কুলসুম বানু বিজয়ী হয়েছেন (কলস)। তার প্রাপ্ত ভোট ৬২,৯৯৯।
খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সহিদুজ্জামান শাহ, ভাইস চেয়ারম্যান পদে সুজা উদ্দিন শাহ তুহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পলি রায়।
চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুনীল কুমার সাহা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১৯ হাজার ১৪৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সুমন চন্দ্র দাস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা. লায়লা বানু।
নরসিংদী
শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৭ হাজার ৭৮৬ ভোট পেয়ে (কাপ-পিরিচ) ফেরদৌসী ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (দোয়াত-কলম) আরিফ-উল- ইসলাম মৃধা পেয়েছেন ৪৩ হাজার ৭৯ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে ইফতেখার উদ্দিন খান নিপুন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নাছিমা সুলতানা বিজয়ী হয়েছে।
নওগাঁ
আত্রাই উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে কৈ মাছ প্রতীক নিয়ে এবাদুর রহমান টানা চতুর্থ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত।
রানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে মো. রাহিদ সরদার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া
বাঞ্ছারামপুর তৃতীয়াবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম (ঘোড়া)। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ৮৩ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলাম তুষার (আনারস) পেয়েছেন দুই হাজার ১৬২।
আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খাঁন সাজু (মোটর সাইকেল। তিনি পেয়েছেন ৩১ হাজার ২৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. হানিফ মুন্সী (দোয়াত কলম) পেয়েছেন ২৮ হাজার ৩৩৪ ভোট।
টাঙ্গাইলে তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যাঁরা
মহব্বত হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইলের তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন খান তোফা, দেলদুয়ার উপজেলায় মাহমুদুল হাসান মারুফ ও নাগরপুর উপজেলায় কেএম সালমান শামস জিৎ বিজয়ী হয়েছেন।
বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে তোফাজ্জল হোসেন খান তোফা ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।
দেলদুয়ার উপজেলায় পরিষদ নির্বাচনের মাহমুদুল হাসান মারুফ ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকে এম শিবলি সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।
নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনের কেএম সালমান শামস আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুছ ছামাদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।
এর আগে শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী ১৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
দিনাজপুরে দুই উপজেলায় নির্বাচিত যারা
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দর ও খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন-
খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সহিদুজ্জামান শাহ, ভাইস চেয়ারম্যান পদে সুজা উদ্দিন শাহ তুহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পলি রায়।
চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুনীল কুমার সাহা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১৯ হাজার ১৪৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সুমন চন্দ্র দাস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা. লায়লা বানু।