জাকসু নির্বাচন : ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের বাকি আছে মাত্র পাঁচ দিন। প্রচারণা চলার মধ্যেই আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ‘সম্প্রীতির ঐক্য প্যানেলের’ ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক অমর্ত্য রায় জনকে জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুছে ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘটনায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ একাংশের সভাপতি অমর্ত্য রায় জনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। পাশাপাশি সেই সময়ে রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। তবে প্যানেল হিসেবে প্রচারণার তুলনায় ব্যক্তিগত প্রচারণায় প্রাধান্য দিচ্ছেন অনেকে। পাশাপাশি নানা কৌশলে স্বতন্ত্র প্রার্থীরাও যাচ্ছেন ভোটারদের কাছে।
তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, প্যানেল দেখে নয় বরং প্রার্থীর ভাবমূর্তি এবং জুলাই অভ্যুত্থানে ভূমিকাকেই গুরুত্ব দিচ্ছেন তারা।
এদিকে নির্বাচনের পাঁচ দিন আগে আজ ইশতিহার ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ এর পাদদেশে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদলের ভি পি প্রার্থী শেখ সাদী। ইশতেহারে আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব নিরাপদ মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্যে, পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ার কথা বলা হয়েছে।
জাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে আটটি প্যানেল। এর মধ্যে পাঁচটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিক প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
জাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন ছাড়াও ২১টি হল সংসদে ১৫টি করে পদে লড়ছেন ৩১৫ জন। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন।