রাবিতে পোষ্য কোটাসহ বিভিন্ন দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দুই ঘণ্টা ক্লাস বর্জনের ঘোষণাও দেন শিক্ষকরা।
ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষকেরা জানান, পোষ্য কোটা পুনর্বহাল, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টার সংস্কারসহ সব প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়ন জরুরি।
রাবি অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, আমাদের জিম্মির মুখে রেখে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা পোষ্য কোটাসহ প্রাতিষ্ঠানিক সুবিধা পাচ্ছেন, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা বঞ্চিত। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, আজকে ক্লাসে থাকার কথা ছিল, কিন্তু অধিকার আদায়ের জন্য এখানে দাঁড়াতে হচ্ছে। প্রাতিষ্ঠানিক সুবিধা আমাদের ন্যায্য অধিকার, তা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তা বাতিল করা হয়েছে। এই সুবিধা পুনর্বহাল সময়ের দাবি।
আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।