ফুটপাত নির্মাণসহ ৩ দাবিতে জাবি উপাচার্যকে স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কে দ্রুত ফুটপাত নির্মাণ করাসহ তিন দফা দাবিতে উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে স্মারকলিপি জামা দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার (৪ মে) বিকেল ৪টায় শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এই স্মারকলিপি প্রদান করেন।
অন্য দাবিগুলো হলো- ঢাকা থেকে ক্যাম্পাসগামী বাসের জন্য নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল রুটে দ্রুত সময়ের মধ্যে ইলেকট্রিক কার্ট (ই-কার্ট) চালু করা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, 'আমাদের ক্যাম্পাসের সড়কগুলোতে ফুটপাত নেই। ফলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন। এছাড়া ঢাকা থেকে ক্যাম্পাসগামী বাসগুলোর জন্য নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করা নেই। ফলে শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়, এমনকি অনেকে বাসে উঠতে পারেন না।’
আরিফুজ্জামান উজ্জ্বল আরও বলেন, 'ক্যাম্পাসে পায়ে চালিত রিকশার পাশাপাশি ইলেকট্রিক কার্ট চালু করা হয়েছে, তবে তা পর্যাপ্ত নয়। ফলে শিক্ষার্থীরা এর সুবিধা পাচ্ছেন না। কার্টের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হলে শিক্ষার্থীরা এর সুবিধা ভোগ করতে পারবে।'