ঢাবিতে ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সংহতি সমাবেশ
গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সংহতি সমাবেশ ও মানব পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে মার্চ ফর প্যালেস্টাইন নামের ফিলিস্তিনের জন্য আন্দোলনকারী একটি সংগঠন।
আজ বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ ও মানব পতাকা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রম দা রিভার টু দা সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি…. সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
ফিলিস্তিনের গণহত্যাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বরতম ঘটনা উল্লেখ করে ঢাবি অধ্যাপক আসিফ নজরুল বলেন, ৩৫ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনে। যার ৭০ শতাংশই নারী এবং শিশু। এত বড় বর্বরতার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ হলেও, মিসরের সঙ্গে গাজার একমাত্র বর্ডার ইসরায়েলিরা দখল করেছে। যা ক্যাম্প ডেভিড চুক্তির সরাসরি লঙ্ঘন। এই পথটি দিয়েই এতদিন যুদ্ধাহতদের জন্য সাহায্য নিয়ে আসা হতো।
ফিলিস্তিনের পক্ষে সারা বিশ্বের শিক্ষার্থীদের আন্দোলনের কথা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তরুণরা সমাজের সবচেয়ে শুদ্ধতম শক্তি। আজকে বিভিন্ন ক্যাম্পাসে তারা ক্যাম্প স্থাপন করছে। তারা গ্রেপ্তারের সম্মুখীন হচ্ছে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তবুও এ আন্দোলন থেকে তারা পিছু হটছে না। এটিই আমাদের জন্য একমাত্র আশার কথা।