জাবিতে ধর্ষণের ঘটনায় ঢাবিতে মানববন্ধন
ক্যাম্পাসজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন হয়েছে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে এ ঘটনায় তীব্র নিন্দা জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মসজিদ-মন্দিরের পর সর্বোচ্চ পবিত্র জায়গা ক্যাম্পাস। সেই ক্যাম্পাসেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে দেশের মানুষ আস্থা রাখবে কোথায়?
জাবিতে এই ধরনের ঘটনার পিছনে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হবে উল্লেখ করে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা-বোনদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, সেই নির্যাতনের প্রতিচ্ছবি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। এটি কখনও একটি স্বাধীন দেশের একটি বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে না। এ ঘটনার পেছনে যারা ইন্ধন দিচ্ছে, তাদের বের করে জাতির সামনে আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন হল প্রভোস্ট এই ধর্ষক মুস্তাফিজকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। ভুক্তভোগী যখন আশুলিয়া থানায় গেছেন, তখন তাদের সাভার থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আইনি মারপ্যাঁচে তাদের ভোগান্তিতে ফেলা হয়েছে। ধর্ষকের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে এই নরপশু মুস্তাফিজ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারত না।’
বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা শঙ্কিত উল্লেখ করে দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা ছাত্রসমাজ তীব্র আন্দোলন গড়ে তুলব।