চাকরি ছাড়ার আগে এই সাত বিষয় নিয়ে ভাবছেন তো?
চাকরি জীবন এক সময় একঘেয়েমি হয়ে ওঠে। এর নানা কারণ রয়েছে। দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের লক্ষ্যগুলোর সাথে আপনার চাকরি মানানসই নয়। চাকরি অনেক সময় আপনার জ্ঞানের ভিত্তি বাড়ানোর চেয়ে আরও একঘেয়েমি সৃষ্টি করে। আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কিংবা নিজের জন্য কোনো সময় পাচ্ছেন না। কখনো কখনো কর্মস্থল বিষাক্ত হতে পারে। বস বা সহকর্মীরা ভাল না হলে এমনটা হয়। অফিসের পরিবেশ অনূকুলে না থাকলে কাজ করা কঠিন হয়ে পড়ে। এ সময় চাকরি বদলে ফেলা বা ছেড়ে দেওয়া হয়ত একটি সমাধান হতে পারে। তবে চাকরি ছাড়ার আগে সাতটি জিনিস নিয়ে ভাবুন। এগুলো আপনাকে আরও ভাল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
নিজেকে দক্ষ করে তুলুন
চাকরি ছেড়ে দেওয়ার আগে নিজেকে দক্ষ করে তুলুন। যে ব্যাপারে আপনার জ্ঞান রয়েছে তা নিয়ে আরও গবেষণা করুন। এটি আপনাকে আরও ভাল চাকরি পেতে সাহায্য করবে। আপনাকে ভাল অবস্থানে নিয়ে যাবে।
চাকরিটি আপনার জন্য উপযুক্ত না
যেখানে চাকরি করছেন সেই সংস্থাটি কেমন? যদি ভাল হয় তবে কষ্ট হলেও চালিয়ে যান। কারণ এটি আপনার প্রোফাইল ভারী করতে সাহায্য করবে। তা না হলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি বদল করে ফেলুন। বর্তমান ভূমিকায় আপনি কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন তা আত্মবিশ্লেষণ করুন। খুব বেশি সমস্যার সম্মুখীন হলে আপনার নিয়োগকর্তার সাথে কথা বলুন। তার থেকে সমাধান বের করার চেষ্টা করুন।
পরবর্তীতে কি করতে চান জানা আছে
চাকরি ছাড়ার পরে আপনি কী করতে চান সে ব্যাপারে একটি নিখুঁত ধারনা রাখুন। আর যদি এই ব্যাপারে কোন চিন্তা ভাবনা না থাকে তবে অন্ধকারে ঝাঁপিয়ে পড়বেন না। আগে মন স্থির করুন কিছু করার জন্য । তা না হলে পরবর্তীতে এটির জন্য আফসোস করতে পারেন।
পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলা
চাকরি ছাড়ার পরিকল্পনা থাকলে আশেপাশে পেশাদার নেটওয়ার্ক গড়ে তুলুন। এমন মানুষদের সাথে যোগাযোগ বাড়িয়ে তুলুন যারা আপনাকে বিজ্ঞপ্তি দিয়ে সহায়তা করবে। নতুন চাকরির আশায় আপনি বর্তমান চাকরিটি ছাড়তে যাবেন না। ভবিষ্যতে যে আপনি এর থেকে ভাল চাকরি পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। তাই নেটওয়ার্কিং গড়ে তুলুন। চাকরির খোঁজ করুন।
বেকার থাকার সামর্থ্য
চাকরি ছেড়ে দেওয়ার আগে আর্থিক অবস্থা স্বচ্ছল রাখুন। নিশ্চিত করুন যে, আপনার কোনো ঋণ নেই। আপনার পরিবার এবং বন্ধুবান্ধব আপনাকে হয়তো কিছু সময়ের জন্য বেকার অবস্থায় সমর্থন করতে পারে। তবে আপনি যদি পরিবারের আয়ের একমাত্র উত্স হয়ে থাকেন ভেবে দেখুন।
খ্যাতি তৈরি করুন
রাগের মাথায় চাকরি ছেড়ে দিলে আপনার খ্যাতি নষ্ট হতে পারে। চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা থাকলেও সবার সাথে ভাল সম্পর্ক রাখুন। নিজের খ্যাতি তৈরি করুন। এতে পরবর্তী চাকরির ক্ষেত্রে রেফারেন্স জিজ্ঞাসা করলে কাজে আসবে।
পড়াশোনা করতে চান
আরও পরাশোনা করতে আগ্রহী থাকলে, বর্তমান চাকরি ছেড়ে দেওয়া ভাল ধারণা। পড়াশোনা এবং কাজ এক সাথে চালিয়া যাওয়া কঠিন। সবার পক্ষে তা সম্ভব না। সুতরাং ক্যারিয়ারের বিরতি নিন। আরও ভাল সুযোগের জন্য নিজেকে পুনরায় স্থাপন করুন।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া