নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার করবে ছাত্রলীগ

‘পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে এখন থেকে প্রতি মাসের প্রথম রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
আজ সোমবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার সামগ্রিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ঢাবি ছাত্রলীগের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দক্ষিণ সিটি করপোরেশন সব সময় তাদের পাশে থাকবে।
মেয়র আরো বলেন, ‘বুডিগঙ্গার কূল ঘেঁষে গড়ে উঠেছিল এই শহর। এখন করুণ অবস্থায় বুডিগঙ্গা। সবাইকে নিয়ে বুড়িগঙ্গাকে নবরূপে সাজাতে চাই। আশা করি, এ বছরের শেষ নাগাদ বুডিগঙ্গার হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার শুরুটা আমরা করব।’
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা এই পরিবেশকে অনকে সুন্দর রাখতে পারি। আমরা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখব। আমরা নিজেদের সচেতন রাখব এবং আমাদের পাশের ছাত্রদেরও সচেতন করে তুলব।’
ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
সমাবেশ শেষে ছাত্রলীগ নেতাকর্মীরা ঝাড়ু হাতে পুরো ক্যাম্পাস পরিষ্কার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।