২৭ নভেম্বর জাবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের গাণিতিক ও বৈশ্লেষিক দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে গণিতের গুরুত্ব তুলে ধরতে আগামী ২৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সপ্তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৫। বাংলাদেশ গণিত সমিতি ও জাবির গণিত বিভাগ এ অলিম্পিয়াডের আয়োজন করেছে।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি ও ঢাকা উত্তর আঞ্চলিক অলিম্পিয়াড-২০১৫ আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আবদুর রব। এ সময় গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অধ্যাপক মো. আবদুর রব জানান, ২৭ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় গণিত বিভাগে এ অলিম্পিয়াড উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত গণিতের মৌলিক বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে জানান অধ্যাপক আবদুর রব।
অধ্যাপক আবদুর রব আরো জানান, প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় গণিত বিভাগের গ্যালারিতে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগীতায় বিজয়ী ১০ জনকে সনদ, সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগিকে সনদপত্র দেওয়া হবে। পাশাপাশি অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা খ্যাতিমান গণিতবিদদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি।
এ প্রতিযোগিতার আর্থিক সহযোগিতায় রয়েছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।