জাবিতে যশোর ক্যান্টনমেন্ট কলেজ পরিবারের মিলনমেলা

যশোর ক্যান্টনমেন্ট কলেজ পার করেছে গৌরবের ৫০ বছর। সেই উপলক্ষে উদযাপিত হতে যাচ্ছে সুবর্ণজয়ন্তী। অনুষ্ঠান সামনে রেখে সকল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রস্তুতি সভা। প্রিয় কলেজের ডাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলা বসে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নম্বর কক্ষে দুপুর ২টায় আড্ডা শুরু হয়। আড্ডায় যোগ দেন কলেজের শিক্ষকবৃন্দ।
শিক্ষক ও সাবেকদের পেয়ে গল্প-আড্ডায় মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। গল্পের ফাঁকে অনেকেই স্মৃতির পাতায় ঘুরে আসেন। আয়োজক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী মো. মারুফুজ্জামান বলেন, ‘৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উজ্জীবিত করার লক্ষ্যে কলেজের কয়েকজন শিক্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফর করছেন। তারই ধারাবাহিকতায় আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা যেখানেই থাকি না কেন, সবাই এক সুতোয় গাঁথা। স্মৃতির টানে সবাই আবার মিলিত হব সুবর্ণজয়ন্তীতে।’
আড্ডা শেষে সবাই মিলে ক্যাম্পাস ঘুরতে বের হন। প্রাণের ক্যাম্পাসে নিজের কলেজ পরিবারকে পেয়ে সবাই আনন্দে মেতে ওঠেন। তাঁরা মুক্তমঞ্চ, টিএসসি, সপ্তম ছায়ামঞ্চ, পরিবহন চত্বর, লেকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেন।