ডাকসু ও হল সংসদে লড়বে ৮৩১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৮টি পদের বিপরীতে লড়বে ৮৩১ জন প্রার্থী। এর মধ্যে ডাকসুতে ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩৭ জন।
আজ মঙ্গলবার রাতে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।
১৮টি হল সংসদ নির্বাচনে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৫৯৩ জন।
গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণের জন্য ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ সময়সীমা ছিল। মনোনয়ন বাছাই এবং ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল আজ মঙ্গলবার।