জাবিতে হল বরাদ্দে বিলম্ব হওয়ায় বিড়ম্বনায় শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল রোববার শুরু হবে। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কিন্তু ভর্তিকৃত শিক্ষার্থীদের আবাসিক হল বরাদ্দের তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা।
জানা যায়, নবীন শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে উঠতে সকাল থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেন। আবাসিক হলে বরাদ্দের তালিকা প্রকাশ করতে বিলম্ব হওয়ায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনসহ বিভিন্ন পয়েন্টে অপেক্ষা করতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে বিকেল সাড়ে ৩টায় সেই তালিকা প্রকাশ করা হয়। প্রশাসনের এমন কাজে বিড়ম্বনায় পড়তে হয়েছে বলেও জানান অভিভাবকরা।
কুমিল্লা থেকে মেয়েকে নিয়ে আসা রফিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অপেক্ষা করেছি। প্রথমে বলা হয়েছে ১১টায় হল বরাদ্দের ঘোষণা দেওয়া হবে। পরে জানানো হলো দুপুর ১টায় ঘোষণা দিবে। পরবর্তীতে সাড়ে ৩টার দিকে সিট বণ্টনের নোটিশ দেওয়া হয়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি : এনটিভি
বিড়ম্বনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘টানা সরকারি ছুটি থাকায় হল বরাদ্দের কাজটি করতে বিলম্ব হয়েছে। আশা করছি ভবিষ্যতে এই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’
এদিকে এই বিড়ম্বনার জন্য প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নতুন রেজিস্ট্রার ভবন প্রদক্ষিণ করে শেষ হয়।
ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘এই বিড়ম্বনার জন্য বর্তমান প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণই দায়ী। প্রশাসন সর্বদাই শিক্ষার্থীদের বিষয়ে উদাসীন। এছাড়াও আবাসিক সংকট নিরসনে বারবার প্রশাসনের সাথে কথা বললেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।’