ডাকসু নির্বাচনে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া হল সংসদের ভোটকেন্দ্র হলের মধ্যেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য আইন অনুষদের ডিন রহমত উল্যাহ বলেন, ‘যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে আছেন এবং এমফিল ডিগ্রি কোর্সের চলমান ছাত্র শুধু তারাই এই বয়সসীমার মধ্যে পড়বেন এবং নির্বাচনে প্রার্থী হতে পারবেন।’
হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের বিষয়ে জানতে চাইলে ডিন বলেন, ‘যেহেতু হল সংসদের নির্বাচন তাই ভোটকেন্দ্র হলের মধ্যেই করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।’
এর আগে ডাকসুর আচরণবিধি সংশোধনের প্রস্তাবে একাধিক সংগঠন ভোটকেন্দ্র হলের ভেতর থেকে সরিয়ে নিকটস্থ একাডেমিক ভবনে নেওয়ার জন্য প্রস্তাব করলেও তা আমলে নেয়নি সিন্ডিকেট।
এ বিষয়ে রহমত উল্যাহ বলেন, ‘যদি হলের ভেতরেই যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয় তবে আপত্তি থাকার কথা না।’
কবে নাগাদ তফসিল ঘোষণা হতে পারে এই বিষয়ে জানতে চাইলে অন্য আরেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, ‘তফসিলের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিন্ডিকেট।’ তবে নির্বাচনের ১৫ দিন আগে এই তফসিল ঘোষণা হতে পারে বলে তিনি জানান।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ছবি : সংগৃহীত
সভাসূত্রে জানা যায়, ডাকসু নির্বাচনের পদের ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে। আগের কমন রুম, সায়েন্স কমন এবং ছাত্রীদের কমন রুম বিষয়ক সম্পাদক- এই তিনটি পদকে একত্রে কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদ নাম দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন করে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নামে দুটি পদ সৃষ্টি করা হয়েছে।
সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তকে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন স্বাগত জানান। তাঁরা অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।
তবে প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতি তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল। ছাত্রদলের দলের ঢাবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘সিন্ডিকেট শুধু ছাত্রলীগের দাবিগুলোকেই আমলে নিয়েছে। অন্য সংগঠনগুলোর দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঠিক করব।’
কোটা সংস্কার আন্দোলনকারী সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘হলের ভেতরে ভোটকেন্দ্র করার সিদ্ধান্তটি সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষে গেছে।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি সভাপতি উম্মে হাবিবা বেনজিরও বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে একপক্ষীয় বলে অভিযোগ করেন।
এর আগে গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ১১ মার্চ ডাকসু এবং হল সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করে।