জাবির ভর্তি ফরমের মূল্যবৃদ্ধিতে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঁচটি অনুষদে ভর্তির আবেদন ফরমের মূল্যবৃদ্ধি ও টাকা ‘ভাগ-বাটোয়ারার’ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর এবং সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজলের স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানতে পেরেছি যে এ বছর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ (এ-ইউনিট), সমাজবিজ্ঞান অনুষদ (বি-ইউনিট), জীববিজ্ঞান অনুষদ (ডি-ইউনিট), বিজনেস স্টাডিজ অনুষদ (ই-ইউনিট) এই চারটি অনুষদের আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কলা ও মানবিকী অনুষদে (সি-ইউনিট) বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার জন্য প্রতি বিভাগে আবেদন ফরমের মূল্য ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অনুষদে পৃথকভাবে নয় বিভাগে পরীক্ষা দিতে হলে একজন ভর্তিচ্ছুকে গুনতে হবে এক হাজার ৫৭৫ টাকা, যা অযৌক্তিক ও অন্যায় বলে আমরা মনে করছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তাঁরা বলেন, ভর্তি পরীক্ষা থেকে আয়ের একটি নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয় কোষাগারে জমা দেওয়ার নিয়ম আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই সেই নিয়মের তোয়াক্কা না করে নিজেদের মধ্যে টাকা ভাগ-বাটোয়ারা করে নেন। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ভাগ-বাটোয়ারার নীতি চলতে পারে না।
ভর্তি ফরমের মূল্যবৃদ্ধির এমন সিদ্ধান্তে নেতারা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, প্রতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফরম বিক্রি বাবদ আদায় করা টাকার অধিকাংশই নিজেদের মধ্যে ভাগ করে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভর্তি পরীক্ষায় এই ভাগ-বাটোয়ারার চিত্র দীর্ঘদিনের। খরচ বৃদ্ধির কথা বলে রীতিমতো ফরম বাণিজ্যে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে অধিক মূল্যে ফরম কিনতে বাধ্য হন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবার চড়া মূল্যে ফরম কিনতে না পেরে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বিবৃতিদাতারা বলেন, কোনো অজুহাতেই জন্য ভর্তি ফরমের মূল্যবৃদ্ধির মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা যাবে না। আমরা ভর্তি পরীক্ষার মূল্যবৃদ্ধির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং বাড়তি মূল্য বাতিলের দাবি জানাচ্ছি।