আজ থেকে ঢাবিতে ঈদের ছুটি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে।
২ ও ৩ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ক্লাস শুরু হবে আগামী ৪ অক্টোবর থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। ভিড় এড়াতে অনেকে বন্ধের কয়েক দিন আগেই ঢাকা ছেড়েছেন।
বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১ অক্টোবর থেকে যথারীতি অফিসসমূহ খোলা থাকবে।