Beta

ইবিতে ঈদুল আজহার ছুটি শুরু

১৪ আগস্ট ২০১৮, ১৮:৫৩

ইবি সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব আবাসিক হল আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় বন্ধ হবে।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, জাতীয় শোক দিবস ও পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে ১৪ থেকে ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা এবং ১৫ থেকে ২৭ আগস্ট অফিস কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৭ আগস্ট থেকে অফিস এবং ২৮ আগস্ট থেকে ক্লাস-পরীক্ষা চালু হবে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘ছুটি উপলক্ষে ১৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় সব হল বন্ধ হবে। একই সঙ্গে ২৭ আগস্ট বেলা ১১টায় সব হল খুলে দেওয়া হবে।’

Advertisement