Beta

রাবিতে ঈদুল আজহার ছুটি শুরু ১৬ আগস্ট

১৪ আগস্ট ২০১৮, ১৫:০৫

রাবি সংবাদদাতা

আসছে ঈদুল আজহা উপলক্ষে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছুটি শুরু হচ্ছে ১৬ আগস্ট থেকে। এই ছুটি চলবে ৩০ আগস্ট পর্যন্ত।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

এ ছাড়া ১৭ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ থাকবে।

অধ্যাপক প্রভাষ কুমার বলেন, ‘১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। অফিসসমূহ বন্ধ থাকবে ১৯ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। তবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি এবং ২ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটি থাকায় ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।’ 

প্রভাষ কুমার আরো বলেন, আবাসিক হলগুলো ১৭ আগস্ট শুক্রবার দুপুর ১২টায় বন্ধ হবে এবং ২ সেপ্টেম্বর সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে।’

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement