প্রাথমিক সমাপনী ২২ নভেম্বর থেকে

এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচিও প্রকাশ করা হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ পরীক্ষা হবে। পরীক্ষার ফি ঠিক করা হয়েছে ৬০ টাকা।
২০০৯ সাল থেকে প্রথম দেশে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। এর পরের বছর থেকে ইবতেদায়ি স্তরেও এ পরীক্ষা চালু করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক সমাপনী পরীক্ষার সূচি
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৯ নভেম্বর গণিত।
ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সূচি
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ; ২৯ নভেম্বর গণিত।