বরিশাল বোর্ডে ১১ এইচএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফলাফল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১১ জনের মধ্যে অকৃতকার্য থেকে পাশ করেছেন তিন জন, জিপিএ-৫ পেয়েছেন দুজন এবং ফলাফল উন্নীত হয়েছে ছয় জনের।
বোর্ড সূত্র জানায়, করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের সব বিভাগের তিনটি নির্ধারিত বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য এক হাজার ৬০৩ জন শিক্ষার্থী দুই হাজার ২৫২টি আবেদন করেন।
সংশ্লিষ্ট সংবাদ: এইচএসসি
২১ জুন ২০২২
৩০ মে ২০২২
১৩ মার্চ ২০২২
১৩ ফেব্রুয়ারি ২০২২
১৩ ফেব্রুয়ারি ২০২২