ঢাবির শতাধিক শিক্ষার্থী পেল উইনি-সানাবিল স্কলারশিপের একাডেমিক বই
শিক্ষাবৃত্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতাধিক শিক্ষার্থী একাডেমিক বই পেয়েছে। উইনি-সানাবিল স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রামের আওতায় আজ বুধবার তাদের হাতে এই বই তুলে দেওয়া হয়।
ঢাবির আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
এ সময় উপাচার্য বলেন, ‘আমার হতাশা দেখতে ভালো লাগে না। অনুপ্রেরণা শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যায়, উৎসাহ লক্ষ্য অর্জনে সহায়তা করে। এই বৃত্তি শিক্ষার্থীদের উৎসাহ যোগাবে।’
উদ্যোক্তা তৈরি ও শিক্ষার্থীদের সাহায্যের অনলাইন প্লাটফর্ম বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ ও সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় শতাধিক মেধাবি অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে এক বর্ষের একাডেমিক বই তুলে দিয়ে উপাচার্য আরও বলেন, ‘এভাবে দেশ অগ্রসর হবে উন্নতির পথে।’
উইনির স্বপ্নদ্রষ্টা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মজিদ, একাত্তর টেলিভিশনের চিফ করেসপন্ডেন্ট পারভেজ নাদির রেজা।
উইনির নির্বাহী প্রধান মল্লিকা আফরোজের উপস্থিতিতে শিক্ষাবৃত্তির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিরা।