নারায়ণগঞ্জে প্রধান শিক্ষককে অবসরকালীন বিদায় সংবর্ধনা
৩৭ বছর ২২ দিন শিক্ষকতা থেকে অবসর গ্রহণ শেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছনি বাড়িয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেওয়াজ মোল্লাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছেন সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে ফ্রেন্ডস অর্গানাইজেশন ২০০১ এর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান শিক্ষক শাহনেওয়াজ মোল্লাসহ আরও উপস্থিত ছিলেন—ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই, ফ্রেন্ডস অর্গানাইজেশন-২০০১ এর সভাপতি অ্যাডভোকেট জালাল সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোক্তার হোসেন, সংগঠনের সহসভাপতি শফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ, কোষাধ্যক্ষ শামীম আহমেদ প্রমুখ।
এ সময় প্রধান শিক্ষককে অবসরকালীন সম্মাননা হিসেবে সাবেক শিক্ষার্থীরা সম্মাননা পদক ও উপহার সামগ্রী দিয়ে বিগত সময়ের স্মৃতিচারণ করেন।