গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার, হত্যা মামলায় আসামি ৮ হাজার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের চারদিন পর গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে এখনও সাধারণ মানুষের মধ্যে রয়েছে গ্রেপ্তার আতঙ্ক।
গতকাল রোববার (২০ জুলাই) রাত ৮টার পর থেকে কারফিউ ও ১৪৪ ধারা বলবৎ থাকবে না বলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক অবস্থা পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
এদিকে, সংঘর্ষে গুলিতে নিহত হওয়ার ঘটনায় গোপালগঞ্জ সদর ও আশপাশের থানায় পুলিশ ৪টি হত্যা মামলা দায়ের করেছে। পাশাপাশি আরও ৪টি মামলাসহ মোট ৮টি মামলা হয়েছে। এসব মামলায় ছাত্রলীগের নেতাকর্মীসহ ৮ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই অজ্ঞাতনামা। এ পর্যন্ত ৩১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।