ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে

ঈদুল আজহার ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চল। সকাল থেকেই বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কর্মীদের সরব উপস্থিতিতে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।
কারখানা এলাকায় ঘুরে দেখা গেছে, ঢাকাগামী মহাসড়কের জিরাবো, বাইপাইল, জিরানি, জামগড়া, কর্ণপাড়া, হেমায়েতপুর, ইসলামপুর, বাতুলি, কালামপুর, রেডিও কলোনি, নয়ারহাট ও ধামরাই বিসিক শিল্পনগরীর সড়কজুড়ে কর্মমুখর পরিবেশ। শ্রমিকরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কাজ শুরু করেন।
বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, প্রায় ৯০০ কারখানার অধিকাংশে ৯৮-৯৯ শতাংশ শ্রমিক উপস্থিত ছিলেন প্রথম দিনেই।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) আশেপাশের এলাকায়ও একই চিত্র দেখা গেছে। মালিকরা বলছেন, ঈদের পরপরই পূর্ব নির্ধারিত শিপমেন্টের চাপ রয়েছে। তাই শ্রমিকরা নবউদ্যমে কাজে ফেরায় উৎপাদনে গতি ফিরেছে।
বিজিএমইএ সভাপতি ও রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান (বাবু) জানান, দীর্ঘ ছুটি শেষে শ্রমিকরা নতুন উদ্যোমে কাজ শুরু করেছেন। সকাল থেকে কারখানাগুলোতে পুনরায় ব্যস্ততা ফিরে এসেছে। উৎপাদন লাইনে ফিরে এসে শ্রমিকরাও স্বস্তিতে। একাধিক কারখানার মালিক জানিয়েছেন, পূর্বনির্ধারিত শিপমেন্ট, ক্রেতাদের সময়মতো পণ্য তুলে দেবার চ্যালেঞ্জ নিয়েই শ্রমিকরা নিয়োজিত হয়েছেন কর্মযজ্ঞে।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, আশুলিয়ার কিছু কারখানায় উপস্থিতি তুলনামূলক কম হলেও তা দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। ঈদের পুরো সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।