কুড়িগ্রাম সীমান্তে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার তিন সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে ঠেলে দিয়েছে বিএসএফ। আজ মঙ্গলবার (২৭ মে) ভোর ৪টার দিকে বিএসএফ তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে তিনজন নারী ও পাঁচজন পুরুষ, চরভূরুঙ্গামারীর বাবুরহাট সীমান্ত দিয়ে দুজন নারী ও ছয়জন পুরুষ এবং নাগেশ্বরী উপজেলার কচাকাটার কেদার সীমান্ত দিয়ে পাঁচজন নারী ও দুজন পুরুষকে পুশইন করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির আওতাধীন ভূরুঙ্গামারীর সোনাহাট ও বাবুরহাট এবং নাগেশ্বরীর কেদার বিজিবি ক্যাম্পের সদস্যরা পরে এসব নারী-পুরুষকে আটক করে। সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া এসব নারী-পুরুষ কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আটক নারী-পুরুষদের বিজিবির সোনাহাট, বাবুরহাট ও কেদার ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, সীমান্ত দিয়ে ২৩ নাগরিককে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে। তারা কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।