ঢাকাস্থ বরগুনা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এনটিভি অনলাইনের মিরন

ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ মে) বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ব মিডিয়ার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আব্দুল খালেক লাভলুকে সভাপতি ও সময় টিভির জেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের মো. মিরন আহমেদ।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম। নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের শিফট ইনচার্জ মো. আব্দুল বাছেদ আকন ও দৈনিক সমাজ বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক সোহাগ ইউনুস।
কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মো. সলিম গাজী, সহসভাপতি দৈনিক জনতার আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের এম এ আজিম ও এ টি এন নিউজের গাজী শাহীন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে আল আমিন রাজু (বার্তা২৪.কম), সাংগঠনিক সম্পাদক পদে মো: মিরন আহমেদ (এনটিভি অনলাইন), দপ্তর সম্পাদক এম সোলায়মান (দৈনিক রূপালী বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ বিশ্বাস (এটিএন নিউজ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আহমেদ ফেরদাউস খান (প্রতিদিনের বাংলাদেশ), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ প্রিন্স (এনটিভি), জনকল্যাণ সম্পাদক নাসির আহমেদ (বিটিভি), নারীবিষয়ক সম্পাদক রুকাইয়া নাজরিন তাহরা (দৈনিক বাংলাদেশের আলো) নির্বাচিত হন।
সমিতির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফাহিম মোনায়েম (বৈখাখী টিভি), এম সুজন আকন (এখন টিভি), শাহাদাত হোসেন বাবুল (ফটো সাংবাদিক), তাওহীদুল ইসলাম (নিউজ২৪ টেলিভিশন) ও কবিরুল ইসলাম (কালবেলা)।
সংগঠনের কাজকে আরো বেগবান করতে সদস্যদের ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সদস্যরা। বরগুনার আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়নে এই সংগঠন অনন্য ভূমিকা রাখবে বলে অঙ্গীকার করেন সবাই।