পাট ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে নারী আটক

নাটোরের লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামে পাটক্ষেতে কৌশলে গাঁজার চাষ করে আসছিলেন বশির উদ্দিন ও তার স্ত্রী চম্পা বেগম।
খবর পেয়ে আজ শনিবার (২৪ মে) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালায়। এ সময় আসছিলেন বশির উদ্দিনের স্ত্রী চম্পা বেগমকে আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন।
জানা যায়, অভিযানে চম্পা বেগমের বাড়ি থেকে ৫০৫ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাট ক্ষেত থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পাটক্ষেতে অভিনব পদ্ধতিতে গাঁজা চাষের বিষয়টি সেনাবাহিনীর সহযোগিতায় উন্মোচন করা সম্ভব হয়েছে। আটক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক স্বামী বশির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।