ভোটের অধিকার ফিরে পেতে আন্দোলন অব্যাহত থাকবে : যুবদল সভাপতি

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা তারা পেয়ে গেছে। নির্বাচনকে তারা ডিনাই (অস্বীকার) করছে। আবারও বাংলাদেশে তারুণ্যের জাগরণ ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে।
আজ বুধবার (২১ মে) রাতে নওগাঁয় শহরের একটি রেস্টুরেন্টে আগামী শুক্রবার ও শনিবার রাজশাহী এবং রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে পর্যবেক্ষণ সভায় মোনায়েম মুন্না এসব কথা বলেন।
মোনায়েম মুন্না বলেন, বিএনপি দেশের সবচেয়ে বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষকে যে স্বপ্ন দেখেছিলেন রাজপথে তা বাস্তবায়ন করেছেন। কিন্তু এখনো আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারিনি। এখনো গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ভোটের অধিকার ফিরিয়ে না পাওয়া পর্যন্ত গণতান্ত্রিক এ আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক মাহমুদুল সালেহীন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম প্রমুখ।