নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

আসাদ আলম সিয়াম। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী ২০ জুনের মধ্যে তিনি দেশে এসে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।
আজ বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আসাদ আলম সিয়াম দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আগামীকাল বৃহস্পতিবার থেকে ৪৫ দিনের ছুটিতে যাচ্ছেন।