এনসিপির বিক্ষোভ, ইসির সামনে নিরাপত্তা জোরদার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বুধবার (২১ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় অবস্থান নিয়েছে পুলিশ। নির্বাচন ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাটাতারের ব্যারিকেড।
সরেজমিন দেখা গেছে, পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র্যাব ও সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।
নিরাপত্তার বিষয়ে পুলিশের উপকমিশনার (তেজগাঁও বিভাগ) ইবনে মিজান বলেন, নির্বাচন ভবনের সামনে পুলিশ ও এপিবিএন রয়েছে। এলাকার আশপাশে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা টহলে রয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিক থেকে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ শুরু করেছে এনসিপির কর্মীরা। এ বিক্ষোভে ঢাকা মহানগরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত হয়েছেন। দুপুর ১২টার পর এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার উপস্থিত হন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মঙ্গলবার রাতে বলেছেন, বিএনপিনেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যে জাতীয় নাগরিক পার্টি এ ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাকা দিয়েছে।