দুই পিওর দুর্নীতি : প্রয়োজনে স্বাস্থ্য উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২০ মে) জিজ্ঞাসাবাদে জন্য তাদের দুদকে উপস্থিত হতে চিঠি দেওয়া হলেও তারা উপস্থিত হননি।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, দুদকের অনুসন্ধানী টিমের এখতিয়ার আছে তারা যাদেরকে প্রায়োজন মনে করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে দুদক কার্যালয়ে দুই পিওর অনুপস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টাকে তলব করবে কিনা প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
আক্তার হোসেন আরও বলেন, দুদকের অনুসন্ধান দলের একান্ত এখতিয়ার আছে, তারা যাদেরকে অভিযোগ সংশ্লিষ্ট মনে করবেন অথবা অভিযোগ প্রমাণে সহায়ক মনে করবেন তাদের যে কাউকেই তারা জিজ্ঞাসাবাদের জন্য, বক্তব্য নেওয়ার জন্যে অনুরোধ করতে পারেন।