লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। আজ বুধবার (১৯ মে) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
এবারের বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন পর্যায়ের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিজ্ঞানমনস্ক সমাজ গড়ার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, মানব সভ্যতা বিজ্ঞানের কাছে চিরঋণী। বিজ্ঞানের কল্যাণেই বিশ্ব এগিয়ে যাচ্ছে। মানুষের জীবন আজ সহজ ও আরামদায়ক হয়েছে বিজ্ঞানের কারণে। তবে বিজ্ঞানের যেন নেতিবাচক ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে। বিজ্ঞান মানবতার পক্ষে থাকলেই তা আশীর্বাদ, আর মানবতার বিরুদ্ধে গেলেই তা অভিশাপে পরিণত হতে পারে।