নুসরাত পলককে অবলম্বন করে সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন : পিপি

মামলার ঘটনার দিন নুসরাত ফারিয়া দেশে ছিলেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন শাহিন। আজ সোমবার (১৯ মে) শুনানিতে তিনি এ কথা বলেন।
মোরশেদ হোসেন শাহিন বলেন, ‘নুসরাত ফারিয়া মামলার ঘটনার দিন দেশে ছিলেন না। তিনি কানাডায় ছিলেন। বিজ্ঞ আদালতে তার পাসপোর্ট দাখিল করছি। তার বিরুদ্ধে মামলায় কোনো অভিযোগ নেই। আমরা তার জামিন চাচ্ছি।’
এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামি নুসরাত ফারিয়ার জামিনের বিরোধিতা করে বলেন, এ মামলায় নুসরাত এজাহারনামীয় আসামি। থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আসামিপক্ষে বলা হচ্ছে, আসামি জননন্দিত, স্বনামধন্য। আমরা আরেকজন নন্দিত নায়ক ফেরদৌসকে খুঁজছি। ফ্যাসিস্টরা দেশের নায়ক, নায়িকা, ফুটবলার, ক্রিকেটারদের পিকআপ করে। তারাও ফ্যাসিস্টদের সরকারের আনুকূল্য পাওয়ার জন্য সহযোগিতা করেন। এই আসামি নুসরাত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অবলম্বন করে সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় দোষের নয়। তবে তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটা ঠিক না। তিনি বলেছেন, প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা আছে। এ ধরনের বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে খুশি করেছেন। তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চেয়েছেন। আসামি নুসরাত ফারিয়া অনলাইনে জুয়া খেলেন। তিনি জুয়ার বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত। এই নুসরাত ফারিয়া যুবসমাজকে নষ্ট করতে কাজ করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্টকে সহযোগিতা করেছেন। তারা নাটক, গান ও নাচের মাধ্যমে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছেন। ফ্যাসিস্টদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। বিদেশে থেকে তিনি এই আন্দোলনের বিরুদ্ধে প্ররোচনা চালিয়েছেন। তিনি ফ্যাসিস্টের অন্যতম সহযোগী। তাই জামিনের বিরোধিতা করছি। জামিন পেলে তিনি ফ্যাসিস্টদের ফিরে আসতে সহযোগিতা করবেন।
আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নুসরাত ফারিয়াকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন বিষয়ক শুনানির জন্য আগামী ২২মে দিন ধার্য করেন।
গতকাল ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকাকে।
রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সাড়া ফেলে দেন তিনি। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন।