বেনাপোলে কলমবিরতি অব্যাহত, বন্ধ আমদানি-রপ্তানি ও পণ্য খালাস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারীরা চতুর্থ দিনের মতো কলমবিরতি পালন করছেন। আজ রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছয় ঘণ্টার এ কর্মবিরতি পালন করা হচ্ছে।
এর ফলে স্থবির হয়ে পড়েছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং রাজস্ব আদায় ও পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
এর আগে, একই দাবিতে গত ১৪, ১৫ ও ১৭ মে তিন দিনব্যাপী কলমবিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। তবে দাবি বাস্তবায়ন না হওয়ায় গতকাল শনিবার (১৭ মে) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষে ফের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন উপ-কর কমিশনার নিপুণ চাকমা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কলমবিরতির কারণে সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য প্রবেশ করেনি। ফলে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে ব্যাঘাত ঘটছে।
বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা আব্দুস সামাদ জানান, আমরা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে চতুর্থ দিনের কলমবিরতি শুরু করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এনবিআর বিলুপ্ত করে রাজস্ব প্রশাসনের কাঠামো পুনর্গঠনের উদ্যোগের বিরোধিতা করে দেশব্যাপী কাস্টমস, ভ্যাট ও আয়কর অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছেন।