ঝিনাইদহে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

বজ্রপাতের প্রতীকী ছবি
ঝিনাইদহের সদর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রাঘাতে মিরাজুল ইসলাম (৩০) ও শাহবুল (৩৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলায় উত্তর ভবানিপুর ও গান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উত্তর ভবানিপুর গ্রামের কৃষক মিরাজুল ইসলাম মাঠে ধান কাঁটা অবস্থায় বজ্রাঘাতে মার যান। একই সময় গান্না গ্রামের শাহবুল বাড়িতে ধান পরিষ্কার করার সময় বজ্রাঘাতে নিহত হন।
নিহতদের স্বজনরা জানান, দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন মিরাজুল ও শাহবুল। সদর হাসপাতালে নেওয়ার সময় পথেই তারা মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।