হত্যা মামলায় সাভারে যুবলীগনেত্রী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যা মামলায় সাভারের সাবেক যুবলীগনেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৫ মে) রাতে রাজধানীর দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের সাবেক আহ্বায়ক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ জানায়, সরকার পতনের পর থেকেই শোভা আত্মগোপনে ছিলেন। তবে এই সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার নেত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে, যেগুলোর অধিকাংশই ছাত্র-জনতা আন্দোলনের সময়কার।
মাসুদ আল মামুন আরও জানান, মঙ্গলবার দুপুরে শোভাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।