মুন্সীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাই, স্বর্ণকারকে কুপিয়ে চেইন লুট

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বর্ণের দোকানে ঢুকে স্বর্ণকারকে ছুরিকাঘাত করে তিনটি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজারে ‘সোমা জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।
আহত স্বর্ণকারের নাম শুভ কর্মকার (৩৪)। তিনি গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের কালাচাঁদ কর্মকারের ছেলে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত শুভ কর্মকার জানান, জুমার নামাজের সময় হওয়ায় বাজারে লোকজন কম ছিল। এমন সময় নতুনচর গ্রামের মোস্তফা স্বর্ণের চেইন কেনার উদ্দেশে দোকানে আসেন। তাকে কয়েকটি চেইন দেখাতে বলে। পরে মোস্তফা কোমর থেকে ধারাল ছুরি বের করে। ছুরিকাঘাত করে তিনটি চেইন নিয়ে পালিয়ে যায়। ছিনতাই করা তিনটি চেইনের ওজন দুই ভরি চার আনা, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকা। পরে স্থানীয়রা শুভ কর্মকারকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত শুভ কর্মকারের কাকাতো ভাই অঙ্কন কর্মকার জানান, খবর পেয়ে তারা দ্রুত হোসেন্দী বাজারে ছুটে আসেন। ভাইয়ের ডান হাতে বেশ কয়েকটি ছুরির আঘাত দেখতে পান। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার জানান, আহত ব্যক্তির ডান হাতে ২১টি সেলাই লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।