আ.লীগ প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে নির্বাচন হবে না : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার সুশীল তত্বাবধায়ক সরকার না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, খুনি আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করছেন না? আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশের নির্বাচন হবে না।’
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আজ শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে এসব কথা বলেন আখতার হোসেন।
এনসিপিনেতা আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। আর আওয়ামী লীগকে আইনের হাতে তুলে দিন, যদি জনগণের হাতে পড়ে, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না।’
সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে বলব, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। তাই আপনার কাছে অনুরোধ করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখানে যদি, কিন্তু, অথবা নেই।’
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ খুনিদের দল, খুনিরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সন্ত্রাসী আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে মানুষ খুনি আওয়ামী লীগকে এই দেশে দেখতে চায় না।’