ঢাকাসহ ৩৫ সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

রাজধানী ঢাকাসহ সারা দেশের ৩৫টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।
তানজির আহমেদ বলেন, সাব রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে।
দুদক যেসব কার্যালয়ে অভিযান চালাচ্ছে—বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়, বগুড়ার কাহালু উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, কক্সবাজারের উখিয়া উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের কার্যালয়, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয় ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়।
ঢাকার মিরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়, আশুলিয়া সাব রেজিস্ট্রারের কার্যালয়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, গাজীপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, যশোর সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, ঝিনাইদহ সদর উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়, খুলনা জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও খুলনা সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়।
কুড়িগ্রাম জেলার বিভিন্ন সাব রেজিস্ট্রারের কার্যালয়, কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, শরীয়তপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, ময়মনসিংহর গৌরীপুর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, নারায়ণগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, নোয়াখালী সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, নওগাঁ সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, পাবনা সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়, পটুয়াখালীর বাউফল উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়, ঝালকাঠির রাজাপুর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়, ঠাকুরগাঁওর বালিয়াডাঙ্গী উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়।