গাজীপুর জেলা বিএনপির নেতৃত্বে মিলন-বাচ্চু-ইশরাক

ফজলুল হক মিলনকে আহ্বায়ক, ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে ১নং যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করে গাজীপুর জেলা বিএনপির চার সদস্যের সংশোধিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে নিম্নবর্ণিত নির্দেশনাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।
ক. গাজীপুর জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক, ১নং যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটিসমূহ অনুমোদিত হবে।
খ. গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে ৩১ (একত্রিশ) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।
গ. আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলাধীন সকল স্তরের ইউনিট সমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করবে।